বুদ্ধিবৃত্তিক দুরাচারের রাজনৈতিক জবাব – লেভিন আহমেদ
যারা একাত্তরে লক্ষ লক্ষ নিরীহ মানুষের গণহত্যাকে বিচ্ছিন্ন সহিংসতা বা গৃহযুদ্ধ বলে প্রচার করেন, দুই অঙ্কের কোটায় লোক মারা যাওয়ায় আজ সেটাকে তারা বলছেন গণহত্যা! দক্ষিণগামী রাজনৈতিক-মানবাধিকার তাত্ত্বিক ফরহাদ মজহার এ ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে তো বলেই ফেললেন যে পাকিস্তানের সামরিক বাহিনী নাকি ১৯৭১ সালের ২৫ মার্চের আগের ২৫ বছরে এত মানুষ হত্যা করেনি যা শেখ হাসিনার সরকার শুধু ফেব্র“য়ারি মাসে খুন করেছে। অঙ্ক কষে … Continue reading বুদ্ধিবৃত্তিক দুরাচারের রাজনৈতিক জবাব – লেভিন আহমেদ